প্রধান শিক্ষকের বার্তা

    • Nur Nabi Khandakar Akash

      Head of School

      সম্মানিত


      অভিভাবক/অভিভাবিকাবৃন্দ


      আস্সালামু আলাইকুম,


      সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে পৃথিবী।
      মানুষের জ্ঞান আর অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে বিস্তার ঘটছে সভ্যতার। তাই প্রয়োজন সভ্যতার এই গতির সাথে তাল মিলিয়ে নিজের গতিপথ সৃষ্টি করা। এজন্য সবার আগে দরকার সুশিক্ষা। প্রত্যেক অভিভবকই তার শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান। যাতে সে ভবিষ্যতে যথার্থ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং কর্মজীবনে অধিক বিদ্যার প্রয়োগ করে জীবনকে সুস্থ ও সুন্দর করে গড়ে তুলতে পারে। শিশুর সুশিক্ষার জন্য চাই সুপরিকল্পিত পাঠ্যক্রম, উপযুক্ত পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক, সুনিবিড় তত্ত্বাবধান এবং যথাযথ মূল্যায়ন। এ পাঁচের সু-সমন্বিত রূপই হল স্টারলিট গ্রামার স্কুল।
      উপযুক্ত পরিবেশ, সুপরিকল্পিত শিক্ষাদান পদ্ধতি ও আন্তরিক তত্ত্বাবধারনের মাধ্যমে স্টারলিট গ্রামার স্কুল একটি মিশন নিয়ে এগিয়ে যেতে চায়। আর তা হলো জ্ঞানার্জনের প্রতি তীব্র আগ্রহ, মুক্তমন, অনুসন্ধিৎসু, বিজ্ঞান মনষ্ক, সচেতন ও বিশ্বনাগরিক হিসাবে শিক্ষার্থীদের গড়ে তোলা। এ মিশনে সাফল্য লাভ খুব সহজ নয় একথা আমরা জানি। কিন্তু সাফল্যের লক্ষ্যে নিরন্তর কর্ম প্রচেষ্টা, বাস্তব পরিকল্পনা এবং যোগ্য নেতৃত্ব আমাদের বিজয় করবে বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
      শান্তি ও কল্যাণের প্রতিশ্রুতি একটি আকাঙ্খিত সমাজের প্রয়োজনে যে সুন্দর ব্যক্তি মানুষগুলো আবশ্যক তাদের মধ্যে বিষয়ক যোগ্যতা সৃষ্টি সাথে নৈতিক চরিত্রের উম্মেষ কার্যক্রম অবলম্বন আজ অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িছে। বস্তুত এই যোগ্যতা সৃষ্টির মাধ্যমে জাতির অনাগত দিনের উত্তম নাগরিক তৈরীর মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে স্টারলিট গ্রামার স্কুল। প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।